সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এক মা ও তার সঙ্গে থাকা ছয় বছর বয়সী এক কন্যা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের আমীর আলীর স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মেয়ে হাবিবা।
নিহতের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি জালালাবাদ থানার যুগীরগাও গ্রামে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। মাইক্রোবাসটি তেতলীতে আসলে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও শিশু নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।
(Visited ১৬ times, ১ visits today)