২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

সিগারেটের এক টাকা নিয়ে সংঘর্ষে ১জনের মৃত্যু

মানব বার্তা নিউজ:

সিগারেটের এক টাকা পাওনা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া শ্রমিকের নাম আবদুল জব্বার। তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টায় দিকে ব্যাঙ্গাডোবা গ্রামের আবদুর রহমানের সিগারেটের দোকানে একই গ্রামের শহীদ মিয়া এক শলাকার সিগারেট কেনেন ছয় টাকা দিয়ে। কিন্তু তার কাছে এক টাকা ভাংতি না থাকায় তিনি পাঁচ টাকা পরিশোধ করে বাকি এক টাকা পরে দেবেন বলে দোকানদারকে জানান। কিন্তু দোকানি আবদুর রহমান এক টাকা বাকি দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয়ের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় আবদুর রহমানের ভাতিজা আবদুল জব্বার গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার সকালে মারা যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান বলেন, নিহত ব্যক্তির ময়নাতদন্ত একই হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

(Visited ২৩ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’