ফেনী প্রতিনিধি:
ফেনী পৌরসভায় সুলতানপুরে অবস্থিত পৌর কবরস্থানকে সংস্কার করা হবে। সোমবার বিকালে কবরস্থান পরিদর্শন শেষে মেয়র হাজী আলাউদ্দিন এই মন্তব্য করেন। সম্প্রতি পৌর কবরস্থানের দূরবস্থা নিয়ে পত্র-পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হলে মেয়র পৌর কবরস্থান পরিদর্শন করেন এবং সংস্কারের উদ্যোগ গ্রহণের কথা সাংবাদিকদের জানান।এসময় পৌরসভার নিয়োগকৃত কবরস্থানের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা মো. আলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কাউন্সিলর আমির হোসেন বাহার, পৌর কর্মচারী সুজিৎ আচার্য্য উপস্থিত ছিলেন। এসময় তিনি পুরো কবরস্থান এলাকা ঘুরে দেখেন। তিনি লাশ বহনের জন্য খাটিয়া ও মৃতদেহ গোসল দেয়ার জন্য মোটর স্থাপনের মাধ্যমে সবসময় পানির ব্যবস্থা করার আশ্বাস দেন।
(Visited 1 times, 1 visits today)