ফেনী প্রতিনিধি:
ফেনী মডেল থানার নতুন ওসি আলমগীরের জিরো টলারেন্সে থানা এলাকাকে মাদকমুক্ত করা হবে। এবং এ এলাকায় কোন প্রকার নারী যেন নির্যাতিত বা হয়রানির শিকার না হয় এ ক্ষেত্রে পুলিশ যা যা করার দরকার তা করে যাবে। ফেনী থানায় জিডি কিংবা মামলায় করতে আর কোন টাকা লাগবে না। ফেনী যাতে নিরাপদে থাকে ও কেউ যাতে নিরাপত্তায়হীনতায় না ভোগে সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে করে যাবে।
সাংবাদিকদের তিনি আরো বলেন, যে সকল এলাকাতে ডাকাতি ছিনতাইসহ ও অপরাধ আমরা কঠোর হস্তে দমন করে যাবো। বিশেষ কোন ছাত্র রাতে যেন বাইরে না ঘুরে এ ব্যাপারে সকল অভিভাবকদের সাবধানে থাকতে হবে। ওসি বলেন পাশাপাশি আরটি কথা আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে ছাই ফেনীতে মোটর সাইকেলে তিনজন ও হেলমেট ছাড়া কেউ রাস্তায় বের হবেন না।
আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এ নবাগত ওসি । মঙ্গলবার সন্ধ্যায় ফেনী মডেল থানা কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন ওসি (তদন্ত) মো: সাজেদুল ইসলাম। সভায় ফেনীর কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।