বিনোদন ডেস্ক:
ঈদ কে উপলক্ষ করে রিলিজ হতে যাচ্ছে সিডি চয়েস এর ব্যানারে খ্যাতিমান গীতিকার অনুরূপ আইচ এর কথায় খন্দকার বাপ্পির ” কোরবানি কোরবানি গান।” সংগীত করেছেন মোশারফ আজমী। ইতিমধ্য গানটির মিউজিক ভিডিও টি নির্মাণ হয়েছে। ভিডিওটি নির্মান করেন দেশী টায়রো টিম। ঢাকা ও ঢাকার আশে পাশে প্রায় ২ দিন ব্যাপী গানটির শুুটিং চলে। আসন্ন ঈদে সিডি চয়েসের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও টি রিলিজ করা হবে। পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে প্রচার হতে দেখা যাবে। এ প্রসন্গে গানটির গীতিকার অনুরূপ অাইচ বলেন, ঈদ যেমন আনন্দের তেমনি তা ত্যাগ ও সহমর্মিতার। কোরবানির ঈদের এই গানের মাধ্যমে মানুষের আত্বত্যাগ ও কোরবানির যর্থাতটা বিষয় টি তুলে ধরেছি ।
সংগীত শিল্পী খন্দকার বাপ্পি বলেন, কোরবানি নিয়ে সচারাচর কোন গান হয় না, সেই জায়গা থেকে এ রকম বিষয় নিয়ে ভাল গান করা নিজেদের কাছে চ্যালেন্জ ছিল, আশা করি দর্শক – শ্রোতাদের চাহিদা পূরণ করতে পারবো । অনেক পরিকল্পনা মাফিক গানটির অডিও থেকে শুরু করে ভিডিও নির্মাণে চেষ্টা করেছি। গানটি নিয়ে অনেক বেশী আশাবাদী আমরা।