অনলাইন ডেস্ক:
আইফোন ব্যবহারকারীদের জন্য আগেই এসেছিল এই সুবিধা। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিঙ্গার প্রিন্ট আনলক ফিচার আনল হোয়াটসঅ্যাপ। এর ফলে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে গেলেই লাগবে সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ। এই ফিচার যোগ হওয়ার ফলে মেসেজিং অ্যাপের সুরক্ষা আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
অ্যান্ড্রয়েডে এই ফিচারের সুবিধা আপাতত পাবেন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ব্যবহারকারীরা। তবে খুব শিগগিরই বাকি ব্যবহারকারীরাও পাবেন এই সুবিধা। এই অ্যাপ ব্যবহার করতে গেলে ২.১৯.৩ ভার্সনে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ। ওই ভার্সনে আপডেট হয়ে গেলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেই প্রাইভেসি অপশনের ভিতরে গিয়ে চালু করা যাবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা।
(Visited ১৩ times, ১ visits today)