৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের ২০ লাখ টাকার সিগারেট ও মোবাইল জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের কাস্টমস এরিয়া থেকে সাড়ে পাঁচশ কার্টন বিদেশি সিগারেট ও ২০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) সকালে কাস্টমস কর্মকর্তারা পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ পণ্য উদ্ধার করে।

বিমান বন্দরে কাস্টমসের সহকারি কমিশনার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রীদের লাগেজ যখন তল্লাশি করা হচ্ছিল তখন বেল্টের পাশেই বড় একটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। অনেকক্ষণ খোঁজাখুজির পরও লাগেজের মালিককে খুঁজে না পেয়ে আমরা এটি খোলার সিদ্ধান্ত নেই। লাগেজ খুলে দেখা যায়, এতে ৫৪৭ কার্টন বিদেশি সিগারেট ও ২০টি শাওমি মোবাইল সেট। সিগারেটের মধ্যে রয়েছে, ইজি, মন্ড ও ৩০৩ ব্রান্ডের সিগারেট।

তিনি বলেন, জব্দ সিগারেটের মূল্য আনুমানিক ১২ লাখ টাকা এবং মোবাইল সেটগুলোর মূল্য ৮ লাখ টাকা। সবমিলিয়ে ২০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে। আমিনুল ইসলাম বলেন, ‘কড়া তল্লাশি টের পেয়ে ওই বিমানের কোন যাত্রী হয়তো অবৈধ পণ্যের ওই লাগেজটি ফেলে চলে গেছেন। এ ব্যাপারে কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হবে।’

(Visited ২৬ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান