দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা পৌরসভার ৯নং ওয়ার্ড এর বাসিন্দা নূর নবী সখের বসে দুইটি ছাগল পালন করে আসছে প্রায় ৬ বছর আগ থেকে। এবার কোরবানি ঈদে একটি ছাগলের দাম উঠে ৬০ হাজার টাকা। শনিবার (১৭জুলাই) একটি ছাগল বিক্রি করেন ৬৮ (আটষট্টি হাজার) টাকা। নুর নবী আশা করেন ভবিষ্যতে একজন সফল ছাগল খামারী হবেন।
(Visited ১৫৫ times, ১ visits today)