ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ মামলার আসামী ও যুবলীগ কর্মী সাইফুদ্দিন লিটুকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোরাইশমুন্সী এলাকার একটি ইটভাটায় অভিযান চালায়। সেখান থেকে লিটুকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, চাঁদাবাজী ও মাদক সহ ৫টি মামলা রয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের সেপ্টেম্বরে আলোচিত মা-মেয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী লিটু গ্রেফতার হয়ে কিছুদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে যায়। দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক বাণিজ্যের অভিযোগ রয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার ৫০ পিস ইয়াবাসহ লিটুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
(Visited ১২৪ times, ১ visits today)