আবদুল মুনাপ পিন্টু:
ফেনীর দাগনভূঞা উপজেলা এনায়েত ভূঞা বাজার ও বরইয়া বাজার নামটি স্থানে ৪টি দোকান সোমবার রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে। এনায়েত ভুঞা ও বরইয়া বাজারের দোকানের সাটারের তালা কেটে প্রবেশ করে দোকান থেকে নগত টাকা ও মালামাল নিয়ে যায়। বরইয়া বাজারের ২টি দোকান হল গিয়াস উদ্দিন স্টোর, গাজী টেলিকম ও ফার্মেসি এই দুই দোকান অন্তত ১২ লক্ষ টাকা ও এনায়েত ভূঞা বাজার চুরি হয় ফাতিহা স্টোর ও মা ক্রোকারিজ দোকান থেকে মোট ৮০হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়।
(Visited ১৪১ times, ১ visits today)