মানব বার্তা ডেস্ক:
কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় সালাউদ্দিন (৭০) ও আব্দুল মালেক (৬০) নামে দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ফেনী জেলার পশুরাম উপজেলার অলকা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। আহতরা হলেন নিহত আব্দুল মালেকের ছেলে তাহসিন আহমেদ (২৪) ও তাহমিদ (১৮) এবং মেয়ে ফাতিম মালেক (১২)।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী মাইক্রোবাসটি চান্দিনার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাকা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই ভাই নিহত নিহত হন। আহত হয় আরো চারজন।
দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি চলে যায়। মাইক্রোবাস ও লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।