৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

ফিরে এলো দুর্ঘটনায় নিহত মীম! বললেন তার পিতা

নিউজ ডেস্ক:

ফিরে এলো সেই দুর্ঘটনায় নিহত মীম! কি অবাক হচ্ছেন? ‘সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আমার বড় মেয়ে দিয়া খানম মীমের মৃত্যু হয়। নতুন করে আমাদের মাঝে আবার ও মীম ফিরে এসেছে। আমি আবারও মীমের বাবা হয়েছি’ -আবেগ-আপ্লুতকণ্ঠে এমনি অভিব্যক্তি প্রকাশ করেছেন গত বছরের ৩০ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন নামক বাসচাপায় নিহত শিক্ষার্থী মীমের বাবা জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গতকাল (৫ আগস্ট) আমাদের ঘর আলো করে আবারও ফিরে এসেছে মীম। খোদার কাছে লাখ লাখ শুকরিয়া।’ এদিন দুপুর ১২টা ৪৭ মিনিটে আবারো আমি কন্যা সন্তানের বাবা হন জাহাঙ্গীর হোসেন। তিনি নবাগত এই সন্তানের নামও রেখেছেন মীম এবং তার মাঝেই হারানো মিমকে খুঁজে পেয়েছেন জাহাঙ্গীর হোসেন।

পুনরায় কন্যা সন্তানের বাবা হতে পেরে কেমন উপলব্ধি হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবারো আমি কন্যা সন্তানের বাবা হতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমরা বারবার আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য প্রার্থনা করতাম। মহান রাব্বুল আলামীন খুশি হয়ে আমাকে আবারো কন্যা সন্তানের বাবা বানিয়েছেন। এজন্য আমি আল্লার দরবারে হাজারবার শুকরিয়া জানাই।’

মীমের বাবা জাহাঙ্গীর হোসেন আরো বলেন, ‘আমার মেয়ে মীমের মৃত্যুর ঘটনায় সারা দেশের মানুষ আমার পাশে যেভাবে ছিলো এজন্য আমি তাদের কাছেও চিরকৃতজ্ঞ। হারানো মীমকে আল্লাহ যেন ভালো রাখেন। সেই সাথে দেশের সর্বস্তরের মানুষের কাছে আমার নতুন মীমের জন্য দোয়া চাই। আমরা যেন আমাদের নতুন মীম ও একমাত্র ছেলে রিয়াদুল ইসলাম আরাফাতকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারি।’

এদিকে, মীমের মা রোকসানা বেগম নিউজজিকে বলেন, ‘আমার মীম যখন সড়ক দুর্ঘটনার শিকার হয়, তখন তার মৃত্যুর খবর শুনে আমার বুক ছিঁড়ে কান্না আসে, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। নিজেকে সামলাতে পারিনি। কারণ মীম ছিলো আমার একমাত্র মেয়ে। মহান সৃষ্টিকর্তা মুখ ফিরে তাকিয়েছেন। আদ-দ্বীন হসপিটালে আমার নতুন কন্যার জন্ম হয়েছে। তার নামও আমরা মীম রেখেছি।’

নবজাতকের নাম মীম রেখেছেন কেন? এমন প্রশ্নের জবাবে মীমের মা বলেন, ‘আমাদের আগের সন্তানের নাম মীম ছিলো। তাকে আমরা অনেক ভালোবাসতাম। তাছাড়া সেও কন্যা সন্তান ছিলো। আমাদের এই সন্তানও কন্যা সন্তান; তাছাড়া মীমকে ছোটবেলায় যেমন দেখতো নতুন মীমও একই রকম হয়েছে। আমরা ওর মাঝেই হারানো মীমকে খুঁজে পেতে চাই। এই কারণে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম নবাগত সন্তানের নাম মীম রাখবো, ঠিক তাই রেখেছি।’

গত বছরের ৩০ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয় দুই শিক্ষার্থী। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম। এ ঘটনায় আরো ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।বিজনেস বাংলাদেশ

(Visited ৩১ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সোহাগ