ফেনী প্রতিনিধি:
রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। ঈদ জামাতের জন্য জেলার সর্ববৃহৎ ঐতিহাসিক মিজান ময়দান প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে মাঠ জুড়ে সামিয়ানাও টাঙানো হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠেয় জামাতে ইমামতি করবেন ফেনী আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা একেএম আতিকুর রহমান ঈদগাহ কমিটি জানিয়েছে, জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত আয়োজনে মাঠ উপযোগী করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, মিজান ময়দানে নিশ্চিদ্র নিরাপত্তা তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন এসআই, এএসআই ও কনস্টেবল সহ ৫০ জন পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া শহর ও জেলার বিভিন্ন স্থানে ৩৫টি স্পটে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশের পাশাপাশি সিআইডি, এসবি ও ডিবি পুলিশও মাঠে থাকবে।
পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে মিজান ময়দান সহ শহর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করবে।