ফেনী প্রতিনিধি:
ফেনীতে ডেঙ্গু সচেতনতায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক সচেতনতামূলক সভা ৭ আগস্ট, বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ফেনী ও জেলা স্বাস্থ্য বিভাগ ফেনীর আয়োজনে বিএমএ ফেনী জেলা ও ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সহযোগিতায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মোড়ে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরন করেন সিভিল সার্জন ফেনী ডাঃ মো. নিয়াতুজজামান মহোদয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামান।
এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম মহোদয়, বিএমএ ফেনী জেলার সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাজীব বিশ্বাস, ফেনী পৌরসভার কাউন্সিলর মাহতাব মুন্না, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনর সভাপতি হারুন উর রশিদসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন, ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি পালনে সহযোগিতা করেন বিএমএ ফেনী জেলা ও ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন।