ফেনী প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল অরোহী নিহত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টায় ফেনী থেকে চট্টগ্রাম মুখী একটি বাস রং সাইড দিয়ে যাচ্ছিলো। এসময় বাসটি বিপরীত দিক থেকে ফেনী অভিমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তার বাড়ি চট্টগ্রামের ১২ আউলিয়ায় বলে জানা যায়। লাশ ফেনী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
(Visited ৮ times, ১ visits today)