৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা

ফেনী প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে রোববার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লা দক্ষিণ, ফেনী ও চাঁদপুর ট্রাস্টি নির্মল পালের সভাপতিত্বে ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ফেনীর সহকারী পরিচালক মাসুদুল আলম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিধান সেনগুপ্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্ত ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। স্বাগত বক্তব্য রাখেন- কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
এ সময় অন্যান্যের মাঝে কেন্দ্রীয় পূজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট বিমল চন্দ্র শীল, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি হিরালাল চক্রবর্তী, অ্যাডভোকেট মানিক দাস, মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক নুপুর বণিক, সদর উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি অনিল বণিক, সাবেক সাধারণ সম্পাদক বিটুল সাহা, বর্তমান কমিটির সভাপতি তপন বসাক, সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্তী, জেলা কমিটির সহ-কোষাধ্যক্ষ শান্তু পাল, ফেনী পৌর পূজা পরিষদের সাবেক সভাপতি শান্তি চৌধুরী, বর্তমান কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সমর কুমার দেবনাথ, যুগ্ম সম্পাদক সুরঞ্জিত নাগসহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিসহ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ফেনীর শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’