ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে পরিবহন শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় শহরের লালপোল ভূঁইয়া ট্রান্সপোর্ট এজেন্সি এন্ড ট্রাক টার্মিনালে ফেনী জেলা পরিবহন শ্রমিকদের সাথে জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর এ মতবিনিময় ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়।এতে অতিথি ছিলেন টিআই মেহেদি, সার্জেন্ট জলিল, এটিএসআই নজরুল ইসলাম।
ফেনী জেলা শ্রমিক ইউনিয়নরে সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে বক্তারা শহর ও সড়কের বিভিন্ন সমস্যা এবং চালকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক সচেতন করা বক্তব্য দেন। এবং চালকদের মধ্যে যেন কেউ উল্টা পথে না চলাচল করে ফিটনেসবিহীন গাড়ি নিয়ে যেন রাস্তার না বের হন সার্বক্ষণিক রাস্তার নিয়ম-কানুন মেনে চলেন এমন কোন কাজ যেন চালকদের মধ্যে না আসে যে যা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে পরে আঞ্চলিক সড়ক ও মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মেহেদী ও সার্জেন্ট জলিল এটিএসআই নজরুল ইসলাম । অন্যান্যদের মাঝে ফেনী জেলার ট্রাক মিনিট ট্রাক পিকআপ ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু শাহিন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।