ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয় ও সার্কেল অফিসসহ ৬ থানায় কর্মরত ১১ পুলিশ পরিদর্শককে জেলার বিভিন্ন থানায় রদবদল করা হয়েছে। সোমবার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, পিপিএম-বিপিএম এ আদেশ দেন।
জেলা পুলিশ সূত্র জানায়, ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: মাহবুবুর রহমানকে পরশুরাম থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলী করা হয়। ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলীকে ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন), জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো: শহিদুল ইসলামকে ঘোপাল তদন্ত কেন্দ্রে, পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ তাপস কুমার বডুয়াকে ফুলগাজী থানার ইন্সপেক্টর (তদন্ত), সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক পার্থ প্রতিম দেবকে দাগনভূঞা থানার ইন্সপেক্টর (তদন্ত), লাইন ও আর ইন্সপেক্টর মো. আদিল মাহমুদকে ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত), ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সুদ্বীপ রায়কে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হাওলাদারকে পুলিশ অফিস অপরাধ শাখায়, দাগনভূঞা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ছমিউদ্দিনকে ছাগলনাইয়া সার্কেল অফিসে, ছাগলনাইয়া সার্কেল অফিসের পরিদর্শক মো. লোকমান হোসেনকে ফেনী সদর সার্কেল অফিসে, লাইন ও আর এর ইন্সপেক্টর এএনএন নুরুজ্জামানকে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হিসেবে বদলী করা হয়।