দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞায় বুদ্ধিপ্রতিবন্ধীর স্ত্রীকে মারধরের অভিযোগ। উপজেলার করমুল্যাহপুর গ্রামের (রমিজ উদ্দিন বেপারী বাড়ীর) বুদ্ধিপ্রতিবন্ধী সরোয়ার হোসেনের স্ত্রী বিবি মরিয়ম (২২) কে মারধরের অভিযোগ। ভূক্তভোগী সূত্রে জানা যায়, আমার স্বামী একজন বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় আমার দেবর মো. সাইফুল ইসলাম, আমার ননদ বিবি আয়েশা এবং আমার শ্বাশুড়ী নুর জাহান বেগম আমাকে প্রতিনিয়ত মারধর ও খারাপ ব্যবহার করে আসছে। আমার স্বামীকে নিয়ে আমি ১টি রুমে থাকি। ১টি লাইট, ১টি সিলিং ফ্যান চলে। তারা একই ঘরের ৫টি রুমে থাকে। প্রতি মাসে বিদ্যুৎ বিল অর্ধেক দাবি করে। বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে গত রবিবার বিকেলে আমার দেবর পূর্বের ন্যায় বিদ্যুৎ বিল অর্ধেক দাবি করিয়া আমাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি তাহাকে গালিগালাজ না করার জন্য নিষেধ করিলে আমাকে বেশ কয়েকটি ইটের মারে। একপর্যায়ে তাহার হাতে থাকা ১টি বড় ইট আমাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করে। আমাকে পিটাইয়া আমার শরীরে কালা, ফুলা জখম করে। আমি দৌঁড়াইয়া করে চলে গেলে আমার শ্বাশুড়ী চুলের মুঠি ধরে টানা হিঁছড়া করে এবং আমার ননদ জুতা দিয়ে আমাকে এলোপাতাড়ী ভাবে মারে জুতার আঘাতে আমার মুখমন্ডল ও গাড়সহ বিভিন্ন স্থানে আঘাত করে। আমার কোলে আমার পুত্র সন্তান থাকায় জুতার আঘাতে আমার ছেলে আঘাতপ্রাপ্ত হয়। এক পর্যায়ে তারা আমার পুত্র সন্তানকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। ইতিপূর্বে আমাকে মারধরের বিষয়টি সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গদের জানাই। বেশ কয়েক বার শালিশ বৈঠক হয়েছে। কিন্তু তারা প্রতিনিয়তই আমাকে মারধর করে আসছে। আমার স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় আমি ইহার কোন সুরাহ পাইনি। তাই আমি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।
থানার তদন্ত ওসি (ছমিউদ্দিন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।