২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে তালা লাগিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি:
বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলন করা শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস চালুর দাবিতে প্রশাসনিক ভবন ও ইনস্টিউটের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জনান, গত ১ আগস্ট থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। এ কারণে গত ৬ দিন ধরে ক্লাস হচ্ছে না এই শিফটের ৬টি বিভাগে। এছাড়া দ্বিতীয় শিফটের নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা কাগজ-পত্র জমা না দিতে পেরে চরম বিপাকে পড়েছে। বাড়তি ভোগান্তিতে পড়েছে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। এই প্রতিষ্ঠানে প্রায় ২৫’শ শিক্ষার্থী এখন চরম ভোগান্তি পড়েছে। তাদের দাবি টাকার জন্য কেন শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে। প্রথম শিফটের ক্লাস চললেও দ্বিতীয় শিফটের কেন বন্ধ থাকবে। পরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান শিক্ষার্থীদের বুঝিয়ে আন্দোলন স্থগিত করার অনুরোধ করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের অনুরোধে আজকের (মঙ্গলবার) মতো আন্দোলন স্থগিত করে।
(Visited ১৬ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’