বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী সানি লিওনকে দেখা যাবে ঢালিউডের ‘বিক্ষোভ’ ছবিতে কোনালের গাওয়া গানে। নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখেনা যে সানি লিওন আসছেন বাংলার সিনেমার পর্দায় ঝড় তুলতে ।
‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর। সানি লিওনকে নিয়ে গানটির শুটিং হবে মুম্বাইতে আগামী ৯ সেপ্টেম্বর। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেনের সুরে করা গানটির শিরোনাম ‘সানি সানি’। ২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
গানটির শিল্পী কোনাল গণমাধ্যমকে জানান, খুব যত্ন নিয়ে, সময় নিয়ে গানটি করেছি। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওন।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিটি প্রযোজনা করছেন সেলিম খান। ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।