ক্রিকেট:
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকেই সাকিব আল হাসানের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের সম্পর্কের অবনতির কথা চাওর হয়েছিল। এরপর দীর্ঘ সময় গণমাধ্যমের মুখোমুখি হননি টেস্টে সাকিবের সহকারি অধিনায়ক রিয়াদ। জিম্বাবুয়ে ও আফগানিস্তান সিরিজের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। এখন ফিটনেস নিয়েই ব্যস্ত আছেন রিয়াদ।
এ অবস্থায় বিশ্বকাপের রবিবার প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন মাহমুদউল্লাহ। স্বাভাবিকভাবেই সাকিবের সঙ্গে ‘ঝামেলা’র প্রসঙ্গটি সামনে আসে। জবাবে মাহমুদউল্লাহ বলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। শুধু একটা কথাই বলতে চাই, যেভাবে মিডিয়াতে ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে, তেমন কিছু হয়নি। উপস্থাপন ভিন্নভাবে হতে পারতো। এটুকুই বলতে চাই।
(Visited 1 times, 1 visits today)