মানব বার্তা ডেস্ক:
রাঙ্গামাটির পোয়াইতুমুখ এলাকায় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে সেনাবাহিনীর ১ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
জানা যায়, রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে ৪ কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় আনুমানিক সকাল ১০ টায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। ফলশ্রুতিতে সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে প্রথমে গুরুতর আহত হয়।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ রাতে এ তথ্য জানিয়ে বলেন, আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।