অনলাইন ডেস্ক:
পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারি ও বনরক্ষী কর্মকর্তাদের ছুটি সীমিত করেছে বন বিভাগ । ঈদের সময় চোরা শিকারীদের অপতৎপরতা ও কাঠ পাচারকারীদের ঠেকাতে বনবিভাগ এ পদক্ষেপ নিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবে না। ঈদকে সামনে নিয়ে গোটা সুন্দরবনে রেড এলার্ট জারি করা হয়েছে। এ সময় বনকর্মীদের ছুটিও সীমিত করা হয়েছে।
তিনি বলেন, ঈদের সময় এক শ্রেণীর লোক সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে বন্যপ্রাণী হত্যা ও গাছ কাটার অপচেষ্টা চালায়। এদের রুখতে বন বিভাগ সুন্দরবনে তাদের নজরদারী ও টহল জোরদার করেছে। এ সময় বনবিভাগের পাশাপশি সিপিজি, সিএমসি এবং ষ্মার্ট পেট্রোল টীম তাদের কার্যক্রম আরো জোরদার করবে। ঈদের সময় সমগ্র সুন্দরবন পুরো নিরাপত্তা বলয়ে থাকবে বলে ওই কর্মকর্তা জানান।
(Visited 1 times, 1 visits today)