২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে স্টার লাইন বাসে অভিযান চালিয়ে  ৫০ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

ফেনী প্রতিনিধি:

ফেনী মহিপাল এলাকায় অভিযান চালিয়ে রোববার (২৫ আগস্ট) রাতে স্টার লাইন পরিবহনের একটি বাসে ৯ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আজাদ হোসেন (৪৬) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭, ফেনী ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় স্টার লাইন পরিবহনের একটি বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার র‌্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশি শুরু করলে বাসের ভিতরে থাকা মো. আজাদ হোসেন নামে একজনের দেহে এবং সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা কেরানীগঞ্জ শুভাঢ্যা উত্তর পাড়া মৃত চুন্নু মিয়ার ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(Visited ৯৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী