বিনোদন ডেস্ক:
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তিকরণে বেজায় চটেছেন পাকিস্তানের খ্যাতনামা অভিনেত্রী রবি পীরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি তার রাগ।
রবির বলেছেন কাশ্মীরকে যে তাঁরা পাকিস্তানের কাছ থেকে কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না, এমনটা বলেও ভারতীয়দের সাবধান করে দেন রবি। তিনি বলেন, ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন!”
এখানেই শেষ নয়। আরও বলতে গিয়ে আলটপকা মন্তব্য করে বসেন ওই পাক অভিনেত্রী। তাঁর কথায়, ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন! নাহলে ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমীরগুলিকে ছেড়ে দিয়ে আসব। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় বিতর্ক। দুই দেশের প্রতিটি ক্ষেত্রেই সম্পর্কের অবনতি ঘটতে থাকে।
(Visited 1 times, 1 visits today)