নিউজ ডেস্ক:
কাশ্মীর পরিস্থিতি নিয়ে উল্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষারোপ করলেন মার্কিন কূটনীতিক টিম রোমার। তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে ভারত-মার্কিন সম্পর্কোন্নয়নের দূত হিসেবেও বিবেচনা করা হয়।
কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে ভারতীয় বাহিনীর দমন-পীড়ন ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন ওই সাবেক মার্কিন রাষ্ট্রদূত। খবর হিন্দুস্তান টাইমসের। কাশ্মীরে ভারতের ওই শ্বৈরাচারতন্ত্র নিয়ে সম্প্রতি নিউইয়র্ক টাইমসে একটি কলাম লেখেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে তিনি লেখেন- কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পরমাণুযুদ্ধ বাধতে পারে।
ভারতহিতৈষী ওই মার্কিন কূটনীতিক ইমরান খানের ওই কলামের প্রতিবাদে টুইটারে লেখেন- কাশ্মীরে জলঘোলা করছেন ইমরান খান। তিনি নরেন্দ্র মোদিকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করে যাচ্ছেন। কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী গোটা অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।