ক্যাসিনো বন্ধে ঢাকার আরও চার ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার দুপুরে আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবে একযোগে এই অভিযান চলে।
এরমধ্যে ভিক্টোরিয়া ক্লাব থেকে এক লাখ টাকা, মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়। তবে এসব ক্লাব থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন এসব ক্লাবে জুয়ার আসর চলতো এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। ক্যাসিনোর সাথে কারা জড়িত তা তদন্তের পর জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের পাশাপাশি ওই এলাকার ওয়ান্ডারার্স ক্লাব, বঙ্গবন্ধু এভিনিউর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বনানীর আহমেদ টাওয়ারের একটি ক্যাসিনোতেও অভিযান চালায় র্যাব।
(Visited ১০ times, ১ visits today)