৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী ৩ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি:

আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাজা মোজাম্মেল হক (রঃ) উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কে এম আর এফ অতিরিক্ত সচিব ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্যাহ্, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদা।

এছাড়াও ফাউন্ডেশনের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল হালিম রিপন।

উল্লেখ্য, উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলার ১১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫৫ জন এবং ৮ম ও ১০ম শ্রেণির ৪৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’