চট্টগ্রাম নগরীর মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও আবাহনী স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। আজ শনিবার সন্ধ্যার পর এসব ক্লাবে জুয়ার আসর রয়েছে এমন অভিযোগে নগরীর বিভিন্ন ক্লাবে অভিযান শুরু হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুনের নেতৃত্বে এসব অভিযান হয়।
নগরীর সদরঘাট, হালিশহর ও আইস ফ্যাক্টরি রোড এলাকায় এসব ক্লাব অবস্থিত।
মাহমুদুল হাসান মামুন বলেন, তিনটি ক্লাবে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্লাবে বেশ কিছু জুয়ার সরঞ্জাম পাওয়া গেছে।
(Visited 1 times, 1 visits today)