নিউজ ডেস্ক:
চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রবাসীর দু’শিশু পুত্র একত্রে পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষীপুর গ্রামের ছৈয়াল বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ওই বাড়ির প্রবাসী সাইফুল ইসলামের দুই ছেলে সিফাত (১০) এবং সিয়াম(৭)। পরিবার সূত্রে জানায়, প্রতিদিনের মতো পুকুরে গোসল করতে যান সিফাত ও সিয়াম। কিন্তু দীর্ঘক্ষণ তারা ঘরে ফিরে না আসায় খোঁজ করতে থাকে। পরে বাড়ির অন্যান্য লোকজনের সহায়তায় সিফাত ও সিয়াম দু’জনকে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হয়।
(Visited ২০ times, ১ visits today)