জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগ এসোসিয়েশন এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে বিকাল ৪ টা ৩০ মিনিটে ‘জাগো বাহে কোন্ঠে সবায়’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে প্রায় ৬০ জন শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ফেরদৌস আহমেদের সঞ্চালনায় ও রংপুর বিভাগ এসোসিয়েশনের সভাপতি রিপন কুমারের সভাপতিত্ত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মোঃ মাজহারুল হোসেন তোকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সোনিয়া ফারহানা সনি ও বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাকটর মোঃ ওমর ফারুক সরকার।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য মোঃ মাজহারুল হোসেন তোকদার বলেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রত্যেকেই তাদের ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। রংপুর বিভাগের মানুষের ভাষায় আঞ্চলিকতা রয়েছে সেটি স্বাভাবিক। কিন্তু সেই আঞ্চলিকতা থেকে বেরিয়ে এসে নিজেদেরকে যোগ্য প্রমান করতে হবে।
এছাড়াও বক্তারা বিভাগের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিন্দন জানানোর পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যত কামনা করেন।
এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।