মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় ফুলবাড়ী সীমান্তের বিএসএফ এক বাংলাদেশি যুবক কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কামাল হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের ডাবরী সিমান্তের আওতাধীন গেরুয়াডাঙ্গী গ্রামের মৃত. আঃ হাকীম উদ্দীনের ছেলে।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, গত রাতে কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তের প্রবেশ করতে গেলে এসময় ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে তারা করে কামালকে আটক করে বাকিরা পালিয়ে আসে।
ঘটনাস্থলেই কামালকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ এমনটি জানা গেছে।ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ান সিইও মোঃ সামিউল নবি চৌধোরী সিমান্তে বাংলাদেশি যুবককে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ও ডাবরী সীমান্তের সংলগ্ন ৩৬৯/২এস নং পিলারের পাশ দিয়ে প্রবেশ করতে গেলে এসময় ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে তারা করে । ঘটনাস্থলেই কামালকে পিটিয়ে হত্যা করে বিএসএফ। বাকিরা পালিয়ে আসে। আমারা তাদের সাথে কথা বলে লাশ ফেরত আনার ব্যবস্থা করছি।