নিউজ ডেস্ক:
রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে পুলিশসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বিকেলে মতিঝিল মোহামেডান ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত একজন হলেন কনস্টেবল মামুন। তিনি বংশাল থানায় কর্মরত। আরেকজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে গ্রেপ্তারকৃত মামুনসহ অপরজন এক ইলেকট্রিক ব্যবসায়ীকে মতিঝিল ব্যাংকপাড়া থেকে নিজদের মোটরসাইকেলে তুলে আনেন।
পরে ওই ব্যবসায়ীকে মতিঝিল মোহামেডান ক্লাবপাড়া এলাকায় নিয়ে আসেন। সঙ্গে থাকা ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে আটককৃতরা। এ সময় ব্যবসায়ী চিৎকার দিলে স্থানীয় লোকজন ওই দু-জনকে পাকড়াও করে ধরে ফেলে। এ সময় মামুন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন। তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঢাকা মেট্টো ল ২৪-৩৬৯৯ নম্বরের পুলিশ লেখা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।