২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

দুই মাথা, এক হাত ও এক পা-বিশিষ্ট শিশুর জন্ম

নিউজ ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পা-বিশিষ্ট জোড়া লাগানো এক শিশুর জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেসরকারি হাজেরা ক্লিনিকে।

গুরুদাসপুর পৌর সদরের নারায়ণপুর মহল্লার আমির হামজার স্ত্রী রুপালি বেগম (২৫) শিশুটির জন্ম দেন। রুপালির বাবার বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে। তবে শিশুটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি।

রুপালির স্বামী আমির হামজা জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়েছে। এটি তাদের প্রথম সন্তান। স্ত্রীর প্রসবব্যথা উঠলে তাকে হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। তারপর বিকেল সাড়ে ৪টার দিকে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল তার সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের পর দেখতে পান নবজাতক জোড়া লাগানো।

এদিকে শিশুটিকে দেখতে ক্লিনিকের সামনে লোকজন ভিড় করেন। হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, শিশু ও তার মা দুজনই সুস্থ আছে।

(Visited ২০ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’