সম্রাট হোসাইন,পঞ্চগড় :
পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলায় ট্রাকের চাপায় বিপ্লব রব্বানী (৪২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোদা পৌরসভা বাইপাসে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিপ্লব রব্বানী একটি এনজিওর মাঠকর্মী। নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার আব্দুল হক প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানায়, বিপ্লব রব্বানী মোবাইলে কথা বলতে বলতে বাইসাইকেলে চড়ে বোদা পৌরসভা বাইপাস পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক হর্ন বাজালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মো. আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটক করেছে।
(Visited ৫১ times, ১ visits today)