শেখ সম্রাট হোসাইন,পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার রাধানগড় ইউনিয়নের ছোটদাপ এলাকা হতে লিসা আক্তার (১৪) নামের অষ্টম শ্রেনীর ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে সন্দেহভাজন আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ছোটদাপ গ্রামের ঐ ছাত্রীর বাড়ির পিছনের পুকুর হতে লিসার মরদেহ উদ্ধার করা হয়েছে । সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি ।মৃত্যুর কারন এখনো বলা যাচ্ছেনা তদন্তের পর সঠিক রহস্য উদঘাটন হবে আসলে কিভাবে মৃত্যু হয়েছিল লিসার।
পরিবার সূত্রে জানাযায়, আটোয়ারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী লিসাকে একই এলাকার আটোয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র সাদসহ তার সহপাঠীরা অনেকদিন ধরে উত্যক্ত করে আসছিল। পরিবারের দাবী লিসাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মামলার প্রস্তুতি চলছে বলে জানান।