মোঃসম্রাট হোসাইন, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নে রাস্তাপার হওয়ার সময় মাহিদ (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ধাক্কামাড়া ইউনিয়নের বড় বাড়ি লাঙ্গলগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহিদ উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের বড় বাড়ি লাঙ্গলগাঁও এলাকার রিপন আলমের ছেলে।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, সাবেক মেম্বার মৃত সত্ত্যেন এর বাড়ির সামনে পাকা রাস্তার পাশে থাকা নিহত মাহিদ রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটো ধাক্কা দিলে তার মাথায় প্রচন্ড রক্ত ক্ষরণ হতে থাকলে স্থানীয়রা এসে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে। পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
(Visited ৪২ times, ১ visits today)