ফেনী প্রতিনিধি:
ফেনীর লালপুলে ফেনসিডিলসহ দুই মাদক কারবারী আটক করেছে র্যাব -৭। এ ঘটনায় একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার সকালে লালপুল থেকে পিকআপ ও ৪৬৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে মোঃ আইয়ুব মোল্যা (২৮) পিতা- মৃত ফজলু মোল্যা সাং- পূর্ব চান্দিশকড়া, কাজী রুবেল হোসেন (২৭) পিতা- কাজী মমতাজ উদ্দীন সাং- কিং শ্রীপুর উভয় থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(Visited ১২ times, ১ visits today)