ফেনী প্রতিনিধি:
ফেনীতে সড়ক দূর্ঘটনায় আহত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বাসায় গিয়ে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। রোববার সকালে পুলিশষ সুপারের বাসভবেনে যেয়ে পুলিশ সুপার খন্দকার নুরন্নবীর চিকিৎসার খোঁজ খবর নেন সাংসদ।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদমর্যদা) কাজী মনিরুজ্জামান কে দেখতে যান সাংসদ। এসময় তিনি উনারদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী রীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন প্রমুখ।
গত শুক্রবার রাতে বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন শেষে ফেনী ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় পুলিশ সুপারের বহনকারী গাড়িটি। এসময় পুলিশ সুপারের দেহরক্ষি আজহার নিহত হয়। আহত হয় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও গাড়ি চালক।