মো. সাইফ উদ্দিন মিঠু:
৩ সেপ্টেম্বর সোমবার রাতে ২০পিস ইয়াবাসহ ডাকাতি, অস্ত্র ও চুরি মামলার আসামি মো. সোহেলকে (২৯) গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দাগনভূঞা বাজারের বাংলা হোটেলের সামনে থেকে উপজেলার চন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. সোহেলকে গ্রেফতার করে।
এ সময় তার সঙ্গে থাকা প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(Visited ৭৯ times, ১ visits today)