দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।
আর পুনরায় যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রশিদ মিলন ও মোহাম্মদ আলমগীর। এনিয়ে কামাল উদ্দিন তৃতীয়বারের মতো সভাপতি হয়ে হ্যাট্টিক করেছেন।
এর আগে তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে রামনগর ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান। সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন দুইবারের উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। মিলন জায়লস্কর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান।
বিকালে আ’লীগের সম্মেলনে এ ঘোষণা দেন অনুষ্ঠানের উদ্ধোধক জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম। আ’লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংবাদ সদস্য এস এম কামাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দৌলা, সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, সহ-সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।