২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

বাংলাদেশের উপর চেপে বসেছে আফগানিস্তান

ক্রিকেট:

বাংলাদেশের উপর চেপে বসেছে আফগানিস্তান। রশিদ খানের ঘূর্ণির কাছে টিকতে না পেরে শুরুতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেননি সাকিব-মুশফিকরা।ফলে দুইশ পেরনোর আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৪৬ রান। ৫২ ওভার শেষ হয়েছে।

টেস্টের প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪২ রানের বিশাল স্কোর গড়ে তোলে আফগানরা। জবাবে খেলতে নেমেই রশিদ খানের ঘূর্ণিতে কুপোকাত হয় বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যানরা। বাংলাদেশ প্রথম উইকেট হারায় স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই। শূন্য রানে বিদায় নেন সাদমান।

এরপর নবির বলে সৌম্য সরকার এলবিডব্লিউ হন। ফেরার আগে ৬৬ বলে করেন ১৭ রান। দুই অঙ্ক ছোঁয়া ইনিংসগুলোর মধ্যে সৌম্যর সবচেয়ে মন্থর টেস্ট ইনিংস এটিই। লিটন দাসকে দিয়ে তাণ্ডব শুরু করেন আফগানিস্তানের রশিদ খান। নিজের প্রথম ওভারেই লিটন দাসকে বোল্ড করেন তিনি। ৬৬ বলে ৩৩ রান করেন লিটন দাস।

বিশ্বকাপে দুর্দান্ত খেলে আসা সাকিব আল হাসান টেস্টে ভালো করতে পারেননি। রশিদ খানের ঘূর্ণির কাছে তাকে হার মানতে হয়। ২০ বলে ১১ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। সাকিবের বিদায়ের পর বড় ভরসা ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনি মাঠে এলেন আর গেলেন। দুই বল খেলে শূন্য রানেই সাজঘরের পথ ধরেন। রশিদ খানের বলে তিনি ক্যাচ আউট হন।

এক ওভারেই বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান সাকিব ও মুশফিককে ফেরালেন রশিদ। স্কোরবোর্ডে ৮৮ রান করতেই ৫ উইকেট শেষ বাংলাদেশের। এই পরিস্থিতিতে চা-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর এবার রশিদ খানের তাণ্ডবের মুখে পড়েন মাহমুদউল্লাহ। ১৩ বলে মাত্র ৭ রান করেই বোল্ড হন তিনি।

দল যখন চরম বিপর্যয়ের মধ্যে তখন হাল ধরতে চেষ্টা করেন মুমিনুল হক। তার ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ। ফেরার আগে ৭১ বলে ৫২ রান করেন। তার ইনিংসে বাউন্ডারি ছিল ৮টি।এরপর কায়েসের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন মিরাজ। তিনি ৩১ বলে করেন ১১ রান।

(Visited ১৫ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সোহাগ