নিউজ ডেস্ক:
নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতা। ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী সোমবার পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া বাকিরা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে ২০১৮ সালের ১ অক্টোবর হাতিরঝিল থানায় এই আট নেতাসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
অভিযোগে বলা হয়, গতবছর ৩০ সেপ্টেম্বর রাতে বিএনপির নেতাকর্মীরা মগবাজার রেলগেইট এলাকায় পুলিশের ওপর হামলা চালায় এবং যানবাহন ভাঙচুর করে।
(Visited ১৫ times, ১ visits today)