অনলাইন ডেস্ক:
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ যাওয়া ১৯ লাখ মানুষ এদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী। ভারতের মাটিতে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই।খবর জি নিউজ।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) দু’দিনের সফরে আসামে গিয়ে অমিত শাহ এ মন্তব্য করেন।
অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদে উত্তর-পূর্ব রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তার সরকার। এমনকি ওই অনুচ্ছেদ প্রত্যাহারে কোনো সম্ভাবনা নেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পর এই প্রথম আসাম গেলেন অমিত শাহ। তার আগে বিজেপির প্রধান হিসেবে একাধিকবার আসামে বিদেশি অনুপ্রবেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বিদেশিদের ‘উইপোকা’র সঙ্গেও তুলনা করেন।
(Visited 1 times, 1 visits today)