বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোহেল শেখ (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দড়াটানা নদীর কেবি বাজার এলাকা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, নিখোঁজ সোহেলের মরদেহ উদ্ধারে সোমবার থেকে ডুবুরি দল কাজ শুরু করে। রাতে উদ্ধার কাজ বন্ধ থাকলেও পুনরায় সকালে উদ্ধার কাজ শুরু করা হলে শহরের কেবি মাছ বাজার এলাকার দড়াটানা নদী থেকে নিখোঁজ সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পৌরঘাট সংলগ্ন ভৈরব নদে গোসল করতে নেমে সোহেল নিখোঁজ হন। তখন সোহেলকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট। সোহেল শেখ ঢাকায় বসবাসরত আব্দুল মজিদের ছেলে। সে এক বছর ধরে বাগেরহাট শহরে পুরাতন বাজার এলাকায় তার চাচা শেখ আব্দুল মান্নানের বাড়িতে থাকত।