নিউজ ডেস্ক:
মিরপুরে বাসের ধাক্কায় নাহার একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বিরের মৃত্যুর প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। সোমবার দুপুর থেকে নাহার একাডেমির শিক্ষার্থীরা সাব্বির হত্যার প্রতিবাদে ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, দুপুর থেকে ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার বিকেলে পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বর সেকশনের ২১ নম্বর রোডে চার রাস্তার মোড়ে শনিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নাহার একাডেমির ছাত্র সাব্বির। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রজাপতি নামে ওই বাসের চালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।