রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ফোরামের প্রায় ত্রিশজন শিক্ষক উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান বলেন, দুর্নীতির অবস্থা কতোটা ভয়াবহ হলে বর্তমান বাংলাদেশের সামান্য কেরানির স্ত্রীর একাউন্টে কোটি কোটি টাকা থাকতে পারে। বর্তমান সরকারের আমলে দুর্নীতি একটি নিত্তনৈমিত্তিক কাজে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। অবৈধভাবে ক্ষমতা দখলে নিয়েছে।এ অবৈধ সরকার থেকে জনগণ কি আশা করতে পারে। বেগম খালেদা জিয়াকে বিনাদোষে কারাগারে আটক রেখেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
মানববন্ধনে আরও বক্তৃতা দেন সাদা দলের আহ্বায়ক, ফোরামের উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো: এনামুল হক, বাণিজ্য অনুষদের সাবেক ডীন ড. মো. আমজাদ হোসেন, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও কলা অনুষদের ডীন ড. মো: ফজলুল হক প্রমুখ।