২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

সীমান্তে বাংলাদেশিদের ওপর এলোপাতাড়ি শর্টগানের গুলি ছুঁড়েছে ভারতীয় বিএসএফ

নিউজ ডেস্ক:

রাজশাহী সীমান্তে বাংলাদেশিদের ওপর এলোপাতাড়ি শর্টগানের গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ)। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী শহর সংলগ্ন চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ বাংলাদেশি আহত হয়েছেন।

আহতরা হলেন, রুমন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২), রুবেল (২৫), দলাল (৪০), জোটু (৪০), সুরুজ (১৯) এবং সুমন (৩০)। তারা পদ্মার ওপারের খানপুর গ্রামের বাসিন্দা। সবাই কৃষক বলে জানা গেছে।

আহতদের দাবি, তারা জমিতে ফসল বুনছিলেন। ওই সময় ট্রাকে করে বিএসএফ সদস্যরা এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

প্রাণ বাঁচাতে বিভিন্ন দিকে ছুটে পালান তারা। পরে বিএসএফ সদস্যরা তাদের কোদাল নিয়ে যায়। ঘটনার পর পদ্মা পাড়ি দিয়ে এসে তারা রাজশাহীতে চিকিৎসা নিয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

তিনি বলেছেন, ছাররা গুলিতে বাংলাদেশি তিনজন কৃষক আহত হওয়ার খবর তাদের কাছে আছে। তবে ১০ জনের বিষয়টি তাদের জানা নেই। আর শর্টগান দিয়ে এলোপাতাড়ি রাবার বুলেট ছোড়া হয়েছে বলে তারা শুনেছেন। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।

বিজিবির এ কর্মকর্তা বলেন, বিএসএফ তাদের জানিয়েছে যে, সকালে তিন-চারজন বাংলাদেশি ব্যক্তি ঘাস কাটতে কাটতে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিলেন। তখন বিএসএফ রাবার বুলেট ছোড়ে। তখন বাংলাদেশিরা গ্রামে পালিয়ে আসেন। কিন্তু তখনই আবার গ্রামবাসী একত্রিত হয়ে বিএসএফের ওপর হামলা করতে যায়। এ সময় ‘আত্মরক্ষায়’ বিএসএসফ রাবার বুলেট ছুঁড়েছে। তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তিনি।

(Visited ৩৭ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’