৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

স্বর্ণ পাচার করতে গিয়ে ফেনীর মিন্টু সাহার মা-বাবা বারসহ গ্রেফতার

ফেনী প্রতিনিধি:

ফেনীর প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বার সহ রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রেফতার হয়েছে ফেনীর স্বর্ণ ব্যবসায়ী মিন্টু সাহার মা ও বাবা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি রাজস্ব কর্মকর্তা অশোক কুমার দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীর সহদেবপুরের বাসিন্দা ও খদ্দেরপট্টির সাহা ট্রেডার্স ও শাওন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মিন্টু সাহার বাবা নির্মল সাহা (৬৬) ও মা তাপসী সাহা (৬০) রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান সংলগ্ন স্থানে তাদের তল্লাশী করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের লোকজন। এসময় তাদের কাছ থেকে ১০ তোলা করে ৩০০ তোলা ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ ব্যবসা করার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নির্মল সাহা ও তাপসী সাহাকে আসামী করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। পরদিন তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর আয়ান মাহমুদ জানান, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

(Visited ২২ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
টাটা পাওয়ার ডিডিএল ও ব্লকনটসের মধ্যে চুক্তি
ওমেন্স ইরার সবচেয়ে বড় বিজনেস সামিট অনুষ্ঠিত
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
যে কোন ব্রান্ডের মোবাইল ক্রয়ে পাচ্ছেন আজীবন সার্ভিস ওয়ারেন্টি
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত